দেশের জন্য জন্য স্বামী হারিয়ে বিধবা হয়েছেন, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতিতে অংশ গ্রহন করে বাংলাদেশের মানুষকে সুসংগঠিত করেছেন, অধিকার আদায় ও গণতন্ত্রকে পূনরুদ্ধারের জন্য নাড়িছেলা ধন কনিষ্ঠ পুত্রকে হারিয়েছেন। বিনা অপরাধে মিথ্যা মামলায় জীবনের শেষ বয়সে জেল খেটেছেন তাই খালেদা জিয়াকে বাংলাদেশের জনগন মাদার অব দা নেশন বলে ভূষিত করেন। তিনি গনতন্ত্রের বাক্য সব সময় এভাবেই বলেন “ফর দা পিপল”, “বাই দা পিপল”, “অব দা পিপল” এজন্যই খালেদা জিয়াকে গনতন্ত্রের “মা” বলা হয়।
